শিরোনাম

বগুড়া, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার শিবগঞ্জ উপজেলায় আজ ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ শুক্রবার দুপুর পৌঁনে তিনটার দিকে তিনি এ মাজার জিয়ারত করেন।
এ সময় তাঁর সঙ্গে বগুড়া-২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমসহ দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শিবগঞ্জে পৌঁছালে সড়কের দুইপাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও হাত নেড়ে স্বাগত জানান। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মাজার জিয়ারত শেষে তারেক রহমান রংপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় আয়োজিত এক পথসভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করেন।
এ সময় স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।