বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ২০:১৫

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে : মির্জা আব্বাস

মির্জা আব্বাস শনিবার কাকরাইলের আইডিইবি-এ ‘ফ্রিল্যান্সিংয়ে ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি।’

আজ শনিবার বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-এ ‘ফ্রিল্যান্সিংয়ে ফিউচার’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর হটলাইন চালু করে দুই মাসের মধ্যে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। কিন্তু, পরে হটলাইন বন্ধ করে দিলে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের কিছু লোক আবার চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ে।’

মাদক প্রসঙ্গে তিনি বলেন, ‘মাদক এখন সারা দেশের একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ছোটবেলায় আমরা খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ পেয়েছি। কিন্তু বর্তমানে শিশু ও কিশোরদের জন্য খেলাধুলার মাঠের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। ফলে, তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আরো বলেন, ছেলেমেয়েদের মাদক থেকে দূরে রাখতে হলে তাদের অন্যদিকে সম্পৃক্ত করতে হবে। শুধু শাস্তি দিয়ে এই সমস্যা সমাধান সম্ভব নয়। এজন্য তাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং পর্যাপ্ত লাইব্রেরি স্থাপন করতে হবে।

তিনি বলেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এখানে উপস্থিত সবাইকে বিষয়টি মনে রাখতে হবে যে— সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই প্রজন্মকে রক্ষা করতে হলে পড়াশোনা ও খেলাধুলার প্রতি তাদের মনোযোগ বাড়াতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।