বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ২৩:৩২
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ২৩:৩৭

তারেক রহমানের সঙ্গে কূটনীতিকদের বৈঠকে বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে : হুমায়ুন কবির

সোমবার গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বক্তব্য রাখেন। ছবি : বাসস

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ ( বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দিনভর মার্কিন রাষ্ট্রদূতসহ ১১ দেশের দূতের বৈঠক হয়েছে।

এসব বৈঠকে আগামীতে বিএনপি সরকার গঠন করলে কিভাবে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করা যায় সে বিষয়ে আলাপ হয়েছে বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আজ সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির এসব কথা বলেন।

তিনি বলেন,  বাণিজ্য-বিনিয়োগ এবং রোহিঙ্গা ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়ও এসব বৈঠকের আলোচনায় স্থান পেয়েছে। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের পরিবেশ নিয়ে কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেন বলে জানান বিএনপির এই নেতা।

হুমায়ুন কবির বলেন, রাষ্ট্রদূতরা নির্বাচনের বিষয়ে উৎসাহী এবং বাংলাদেশ যে গণতন্ত্রের দিকে যাচ্ছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচনী পরিবেশ নিয়েও তারা সন্তুষ্ট।

এর আগে বিকেলে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এরপর ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতদেরা সাক্ষাৎ করেন।