বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ২০:৪৬

হাইমটেক্সটিল ২০২৬-এ ১৫টি প্রদর্শনীতে শক্তিশালী ক্রেতা সম্পৃক্ততা তুলে ধরল বাংলাদেশ

ছবি : বাসস

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত বিশ্বের শীর্ষস্থানীয় হোম ও কন্ট্রাক্ট টেক্সটাইল পণ্যের আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘হাইমটেক্সটিল ২০২৬’-এ অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।

১৩ থেকে ১৬ জানুয়ারি আয়োজিত এ মেলায় বাংলাদেশ ১৫টি প্রদর্শনী প্রতিষ্ঠানের মাধ্যমে ক্রমবর্ধমান উৎপাদন সক্ষমতা, পণ্যের উদ্ভাবন এবং রপ্তানি সম্ভাবনা সফলভাবে তুলে ধরে।

বাংলাদেশের অংশগ্রহণে সরাসরি প্রদর্শক প্রতিষ্ঠানের পাশাপাশি রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সহায়তাপ্রাপ্ত কোম্পানিগুলোও যুক্ত হয়। এতে ৬৫টি দেশের তিন হাজারেরও বেশি প্রদর্শকের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। মেলায় হাজার হাজার আন্তর্জাতিক ক্রেতা, ডিজাইনার ও সোর্সিং পেশাজীবীর উপস্থিতি ছিল।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, প্রদর্শনীতে সার্বিক অভিজ্ঞতা ছিল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। দর্শনার্থীদের ধারাবাহিক উপস্থিতি, বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকার ক্রেতাদের আগ্রহ এবং ফলপ্রসূ ব্যবসায়িক আলোচনার মাধ্যমে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

নোমান টেরি টাওয়েলস-এর সিনিয়র ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মাইনুল ইসলাম চৌধুরী বলেন, ‘প্রদর্শনী এবং আমরা যে মানসম্মত ক্রেতাদের সঙ্গে সাক্ষাৎ পেয়েছি তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। সার্বিকভাবে অভিজ্ঞতাটি ছিল চমৎকার।’

জাবের অ্যান্ড জুবাইর হোম-এর ডেপুটি জিএম (মার্কেটিং) আবু সায়েম রানা বলেন, ‘আমরা ইউরোপ ও কানাডা থেকে ক্রেতা পেয়েছি এবং প্রদর্শনী থেকে শক্তিশালী লিড পাওয়ার বিষয়ে আশাবাদী। ইতিবাচক প্রতিক্রিয়ায় আমরা সন্তুষ্ট।’