বাসস
  ২১ অক্টোবর ২০২৫, ১৮:০৪

জলবায়ু অভিবাসীদের পুনর্বাসন ও সক্ষমতা বৃদ্ধি জরুরি: বিশেষজ্ঞরা

প্রতীকী ছবি। বাসস

খুলনা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস): শহরাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাস্তুচ্যুতদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন পরিকল্পনা, তাদের সক্ষমতা বৃদ্ধি এবং আর্থিক ক্ষমতায়নের প্রয়োজনের ব্যাপারে একটি কর্মশালায় গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

গত রোববার খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন-প্ররোচিত অভিবাসন কৌশলপত্র শীর্ষক এক কর্মশালায় বিশেষজ্ঞরা এ ব্যাপারে গুরুত্বারোপ করেন।

কারিতাস জার্মানি ও বিএমজেড-এর সহায়তায় কারিতাস বাংলাদেশ তাদের ডিআরআর এবং সিসিএ প্রকল্পের আওতায় অনুষ্ঠানটিতে সরকারি, এনজিও, শিক্ষাবিদ ও জলবায়ু-প্রভাবিত সম্প্রদায়ের অংশীজনরা উপস্থিত হন।

প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান। তিনি বলেন, জলবায়ু অভিবাসীদের ক্রমবর্ধমান সংখ্যার সঙ্গে খাপ খাইয়ে নিতে নগর অবকাঠামো ও পরিষেবাগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে।

কুয়েটের ড. মো. ইসমাইল হোসেন বলেন, জলবায়ু অভিবাসীদের প্রায় ৭০ শতাংশ নিরাপত্তা ও জীবিকার সন্ধানে শহরে স্থানান্তরিত হয়।

কর্মশালা শেষে মাইগ্রেশন স্ট্র্যাটেজি পেপার-এর চূড়ান্ত খসড়া খুলনা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়।