বাসস
  ২০ অক্টোবর ২০২৫, ২০:৪৮

নতুন করে কেউ স্বেচ্ছাচারিতা করবে, এটা হবে না: সারজিস আলম

সোমবার বগুড়ায় এনসিপির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: বাসস

বগুড়া, ২০ অক্টোবর, ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, দেশে নতুন করে কেউ স্বেচ্ছাচারিতা করবে সেটা মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের কথা শুনলে এখনও মানুষের শরীর শিউরে ওঠে। তাদের সামনে আবার কেউ নতুন করে স্বেচ্ছাচারিতা করবে, এটা হবে না। 

সোমবার বগুড়ায় এনসিপির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, আমরা মনে করি এককভাবে এখনও বাংলাদেশের রাজনীতিতে কেউই শক্তিশালী নয়। আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনে জাতীয় সংসদে তরুণরা প্রতিনিধিত্ব না করলে গতানুগতিক কালচার পরিবর্তন সম্ভব নয়।

তিনি বলেন, আগামীতে কোন রাজনৈতিক দলই এককভাবে দেশের নেতৃত্ব দিতে পারবে না। সেখানে এনসিপির শক্তিশালী প্রতিনিধিত্ব লাগবেই। 

যারা জুলাই সনদ বাস্তবায়নের কাজ করবে এবং যারা খুনিদের বিচারের জন্য কাজ করবে তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে যেকোনো পরিস্থিতিতে কাজ করার প্রতিশ্রতিও দেন তিনি।

সারজিস আলম অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার বিষয়ে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আমরা চাই, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা রাখুক।

এসময় এনসিপির কেন্দ্রীয় ও বগুড়া জেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন।