শিরোনাম
চট্টগ্রাম, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে আজ বিকেলে এই নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন সাংবাদিকদের বলেন, বড় ধরনের কোনো অপ্রত্যাশিত ঘটনা ছাড়াই চাকসু ও হল সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, ভোট কেন্দ্রের সার্বিক পরিবেশ শান্ত ও সুশৃঙ্খল ছিল এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ১৫টি ভোট কেন্দ্রে ভোটারদের উল্লেখযোগ্য ও উৎসাহব্যঞ্জক উপস্থিতি লক্ষ্য করা গেছে।