বাসস
  ০৭ আগস্ট ২০২৫, ১৭:৩৩

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। ফাইল ছবি

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে ভুয়া ও মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র দাখিল করে ইউসিবি থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী ইউসিবি’র সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আজ বৃহস্পতিবার দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। বুধবার (৭ আগস্ট) দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয় দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপের চিফ অপারেটিং অফিসার সৈয়দ কামরুজ্জামানের আত্মীয় সৈয়দ নুরুল ইসলামকে ব্যবসায়ী সাজিয়ে ‘ক্রিসেন্ট ট্রেডার্স’ নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব খোলা হয়।

২০১৯ সালের ১০ অক্টোবর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের জুবিলী রোড শাখায় কোনরূপ যাচাই-বাছাই ছাড়াই এ হিসাব খোলা হয়, যেখানে ব্যাংকের তৎকালীন কর্মকর্তারা বিধিবহির্ভূতভাবে অনুমোদন দেন। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ২৫ কোটি টাকার ঋণের আবেদন করা হয়। ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সম্মতিতে আবেদনটি অনুমোদিত হয়, যদিও আবেদনপত্রে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ ছিল।

ঋণের অর্থ থেকে ২৪ কোটি টাকা তিনটি পৃথক ব্যাংকে আব্দুল খালেক নামক ব্যক্তির মালিকানাধীন ‘মালিক সল্ট ইন্ডাস্ট্রিজ ইউনিট-২’ ও ‘রিভারসাইড এন্টারপ্রাইজ’র বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। যা পরবর্তীতে এসব অর্থ পূর্বের একটি ৩০ কোটি টাকার ঋণ পরিশোধে ব্যবহার করা হয়। বাকি ১ কোটি টাকা ‘ক্রিসেন্ট ট্রেডার্স’র হিসাব থেকে নগদে উত্তোলন করেন সাইফুজ্জামান চৌধুরীর কর্মচারী মোহাম্মদ ইয়াছিনুর রহমান।