বাসস
  ১৩ জুলাই ২০২৫, ১৬:৪৮

জলবায়ু অর্থায়ন ও কর্মপরিকল্পনায় গতি আনতে চালু হচ্ছে বিডিসিপি’র ওয়েব পোর্টাল

ঢাকা, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : জলবায়ু কর্মপরিকল্পনায় গতি আনতে তৈরি করা হচ্ছে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিডিসিপি)’র ওয়েব পোর্টাল।

বাংলাদেশে জলবায়ু অর্থায়নে অগ্রগতি পর্যালোচনা, অংশীদারদের মধ্যে সহযোগিতা জোরদার ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ু নেতৃত্ব তুলে ধরার বিষয়ে আলোচনা করা হবে।

এ লক্ষ্য পূরণে ও পোর্টাল চালুর প্রস্তুতি চূড়ান্ত করতে সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র সহযোগিতায় রাজধানীর গুলশানের সিক্স সিজনস হোটেলে একটি উচ্চ পর্যায়ের পরামর্শ সভার আয়োজন করে।

সভায় বিডিসিপি’র সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং তিনটি মূল বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিষয়গুলো হচ্ছে- পোর্টালের কাঠামো ও ব্যবহারযোগ্যতা নিয়ে ওয়ার্কিং গ্রুপের মতামত গ্রহণ, পরবর্তী বোর্ড সভার জন্য সম্ভাব্য জলবায়ু প্রকল্প ধারণা প্রণয়ন এবং জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিডিসিপি বাস্তবায়নের পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ।

সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ।

এ সময় এডিবি’র বাংলাদেশ আবাসিক মিশনের সিনিয়র ক্লাইমেট চেঞ্জ অফিসার মৌসুমি পারভীন সভায় বিডিসিপি কাঠামোর সাম্প্রতিক অগ্রগতি এবং আসন্ন ওয়েব পোর্টালের বৈশিষ্ট্য ও কার্যকারিতা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের প্রোগ্রামিং ডিভিশনের চিফ (অতিরিক্ত সচিব) মুসরাত মেহ্ জাবীন, অর্থ বিভাগের যুগ্ম সচিব মনজুর হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা দলের সদস্যরা অংশ নেন।