শিরোনাম
ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস): সাম্প্রতিক সময়ে দেশের নানা এলাকায় ঘটে যাওয়া একাধিক চাঞ্চল্যকর অপরাধের রহস্য উদ্ঘাটনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আকাশচুম্বী সাফল্য দেখিয়েছে।
র্যাব জানিয়েছে, মিটফোর্ডে নির্মমভাবে ইট দিয়ে হত্যা, চট্টগ্রামে স্ত্রীকে ১১ টুকরো করে লাশ গুমের চেষ্টা, শাহজালাল বিমানবন্দরে বোমা আতঙ্ক, শিশু অপহরণ থেকে শুরু করে মাদক ও মানবপাচারসহ প্রতিটি অপরাধ নিয়ন্ত্রণে র্যাবের সাফল্য আকাশচুম্বী।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ জুলাই রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগ নামে একজনকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের বড় বোন বাদী হয়ে ডিএমপির কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল অভিযান পরিচালনা করে রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামি আলমগীর (২৮) ও মনির ওরফে লম্বা মনিরকে (৩২) গ্রেফতার করা হয়।
একই তারিখে চট্টগ্রামের একটি ফ্ল্যাটে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে নিজ স্ত্রীকে হত্যা করে লাশ ১১ খণ্ড করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে রেখে ঘাতক স্বামী পালিয়ে যায়। এ হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের বড় ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন রুবেল বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানায় একটি হত্যা মামলার দায়ের করেন। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামিকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানার ফুলবাড়িয়া এলাকা থেকে হত্যাকাণ্ডের মূল আসামি মো. সুমনকে (৩৫) গ্রেফতার করা হয়। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া গত ১১ জুলাই বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন দিয়ে মহিলা কণ্ঠে জানানো হয়, ঢাকা কাঠমান্ডু ফ্লাইটে বোমা জাতীয় কিছু থাকতে পারে, তার প্রেক্ষিতে বিমানটি থামানোর অনুরোধ জানানো হয় এবং ফ্লাইটি থামিয়ে ব্যাপক তল্লাশি করে কোন কিছুই পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে, ০১৬২৩৬৯৬২৮২ নাম্বারের অবস্থান শনাক্ত করে উত্তরা মধ্য দক্ষিণখান এলাকায় একটি বাসায় সেনাবাহিনী ও র্যাব-১ এর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। ওই নম্বরের ব্যবহাকারী বর্তমানে ইমনের স্ত্রী তাহমিনা ও ইমনের মা এবং ইমরান র্যাবের হেফাজতে রয়েছে।
এছাড়াও মব ভায়োলেন্স সৃষ্টির অপরাধে এ পর্যন্ত প্রায় ২০ জন অপরাধীকে র্যাব আইনের আওতায় নিয়ে এসেছে র্যাব। গত ২ জুলাই লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় কতিপয় সন্ত্রাসী কর্তৃক মব সৃষ্টির মাধ্যমে পুলিশ সদস্যদের আহত করে আসামিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ৩ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব।
এছাড়াও গত ৩ জুলাই কুমিল্লার মুরাদ নগরে ট্রিপল মার্ডার এর ঘটনায় একই পরিবারের মা ও দুই সন্তানকে মব ভায়োলেন্স এর মাধ্যমে অযাচিত ঘটনায় ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ৭ জন আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।
কুমিল্লায় এক নারীকে শ্লীলতাহানি এবং নির্যাতন করে ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার ঘটনায় গত ৩ জুলাই এ ঘটনার প্রধান আসামি শাহ পরানসহ আরও ছয় জনকে দ্রুততম সময়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব।
এছাড়াও ভোলার তজুমদ্দিনে চাঁদার জন্য স্বামীকে মারধর এবং স্ত্রীকে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গত ২ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের ‘কব্জিকাটা গ্রুপ’ এর অন্যতম প্রধান সহযোগী টুন্ডা বাবুকে নড়াইল থেকে র্যাব গ্রেফতার করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়,সাম্প্রতিক সময়ে অপহরণের ঘটনায় জড়িত ৭ জন আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত মো হাফিজ উল্লাহকে র্যাব পরিচয়ে ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসী অপহরণ ও মুক্তিপণ দাবি করে। এ প্রেক্ষিতে গত ১৩ এবং ১৪ জুন এই অপহরণের অন্যতম প্রধান হোতাসহ ৫ জন অপহরণকারীকে র্যাব গ্রেফতার করেছে । গত ২৯ জুন কুমিল্লা থেকে অপহৃত ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের ৮ দিন পর উদ্ধার করতে সক্ষম হয়েছে র্যাব।
এছাড়াও গতকাল হবিগঞ্জে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছেন র্যাব ।
র্যাব জানায়,গত ৭ জুলাই রাজশাহী মহানগরীর টিকাপাড়া থানা থেকে লুণ্ঠিত ১ টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার করেছে। গত ৭ জুলাই সোশ্যাল মিডিয়ায় লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে শতাধিক গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এর অভিযোগে ১ জন নারী এবং ২ জন বিদেশি নাগরিকসহ মোট ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব।
গত ৩০ জুন লক্ষীপুরের রায়পুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুনের মামলার প্রধান আসামি মামুনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, অস্ত্র ও গোলাবারুদ মামলায় এ পর্যন্ত ১৭২ জন আসামিকে গ্রেফতারের পাশাপাশি প্রায় ৫ শতাধিক অস্ত্র ও ১০ হাজারেরও অধিক গোলাবারুদ র্যাব উদ্ধার করতে সক্ষম হয় ।এ পর্যন্ত ২৭ জন জলদস্যু ও বনদস্যুকে গ্রেফতার করা হয়েছে।
মানবপাচার মামলায় এ পর্যন্ত ৭৩ জন আসামিকে গ্রেফতারের পাশাপাশি ৪২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। অপহরণ মামলায় পাঁচ শতাধিক আসামিকে গ্রেফতার এবং প্রায় ৭৫০ জন অপহৃতকে র্যাব উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাবের পোষাক ব্যবহার এবং ভুয়া র্যাব পরিচয় দিয়ে অবৈধ কার্যকলাপের দায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যা ও ধর্ষণ মামলায় এ পর্যন্ত দুই হাজার দুই শতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির ঘটনায় ৭২ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
ছিনতাইকারীদের দৌরাত্ম্য দমনে রাজধানীসহ সারাদেশ থেকে প্রায় পাঁচশত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও প্রতারণা মামলায় র্যাব ৪৪ জনকে গ্রেফতার করেছে। বিভিন্ন গ্রুপের ১১ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
ডাকাতি মামলায় প্রায় চারশত জনকে গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ দেশী ও বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মাদক মামলায় এ পর্যন্ত প্রায় সাড়ে ৩ হাজার আসামিকে গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে র্যাব মহাপরিচালক বলেন, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীকে আইনের আওতায় আনার ক্ষেত্রে ভবিষ্যতে র্যাব আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে ।
র্যাব হবে জনগণের প্রকৃত বন্ধু ও আস্থার প্রতীক। জনগণের বিশ্বাস অর্জন করাই হচ্ছে র্যাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য।