বাসস
  ২৬ জুন ২০২৫, ১৪:৫০

রাজধানীতে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ঢাকা, ২৬ জুন, ২০২৫ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে-মো. আলমগীর হোসেন (৪৫) ও মো. জিহাদ (২০)।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য  জানানো হয়।

এতে বলা হয়, বুধবার রাত আনুমানিক পৌনে ১০টায় যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ খাঁন বাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান  চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, থানা এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে থানার টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ খাঁন বাড়ী চৌরাস্তা সংলগ্ন জাস্ ভি আই পি টাওয়ার-২ এর দশম তলার একটি ফ্ল্যাটে কয়েকজন মাদক কারবারি মাদকদ্রব্য বেচাকেনা করার জন্য অবস্থান করছে। 

এমন সংবাদের প্রেক্ষিতে থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে আলমগীর ও জিহাদকে গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের  করা হয়েছে।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। 

উদ্ধারকৃত ইয়াবা বিক্রির উদ্দেশে ঘটনাস্থলে অবস্থান করছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে খিলগাঁও থানা ও কদমতলী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ।