শিরোনাম
ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয় কমিশন ফর ইউনেস্কো (বিএনসিইউ) ও ঢাকাস্থ ইউনেস্কো অফিস যৌথভাবে ‘ইউনেস্কোতে যুব সম্পৃক্ততা: অগ্রাধিকার ও সুযোগ’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করেছে।
আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালায় বিভিন্ন যুব সংগঠন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। তারা ইউনেস্কোর যুব উন্নয়নমূলক কার্যক্রম, নীতিমালা ও বৈশ্বিক সংযোগ সম্পর্কে ধারণা লাভ করেন।
কর্মশালার মূল বক্তা ছিলেন ইউনেস্কো ঢাকার প্রধান প্রতিনিধি ড. সুজান ভাইজ। প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এর অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) নুজহাত ইয়াসমিন।
বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি উন্নয়নে ইউনেস্কো সবসময় যুবকদের পাশে রয়েছে।
কর্মশালার প্রথম পর্বে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও কল্যাণ, ডিজিটাল ক্ষমতায়ন ও মিডিয়া সাক্ষরতা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্য, নাগরিক সম্পৃক্ততা ও নেতৃত্ব, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রশিক্ষণ, যুব ফোরাম এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় যুব সমাজের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ, গবেষণার সুযোগ, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি ও নীতিনির্ধারণ পর্যায়ে অবদান রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। সাথে বিশ্বমঞ্চে যুক্ত হওয়ার সুযোগগুলোর ওপর জোর দেওয়া হয়।
‘যুব গবেষক’ (ওয়াইএআর) কর্মসূচির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এতে সংকটকালে মানসিক স্বাস্থ্য, আদিবাসী যুব সমাজ ও জলবায়ু পরিবর্তন এবং সাংস্কৃতিক সহযোগিতায় টেকসই উন্নয়নের মতো মূল বিষয়গুলোতে মনোযোগ দেওয়া হয়।
কর্মশালায় তরুণদের পেশাগত উন্নয়ন, ইন্টার্নশিপ ও স্বেচ্ছাসেবী কাজের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। উদীয়মান ও উৎসাহী তরুণদের নতুন ভাবনা-চিন্তাও তুলে ধরা হয়।
প্রথম পর্বের শেষ পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় পর্বে ডিজাইন ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রোকাইয়া আহমেদ পূর্ণা ও গ্রো ইউর রিডার ফাউন্ডেশনের সিইও সাদিয়া জাফরিন বক্তৃতা করেন। তারা তাদের বৈশ্বিক মঞ্চে যুক্ত থাকার অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরেন।
প্রশ্নোত্তর ও দলীয় আলোচনার মধ্য দিয়ে কর্মশালার শেষ হয়।