শিরোনাম
ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : ‘জিও-স্পেশাল প্রযুক্তি রূপান্তর : জিএনএসএস (সিওআরএস) বাংলাদেশে টেকসই অবকাঠামো উন্নয়নের চাবিকাঠি’ শীর্ষক এক সেমিনার আজ মঙ্গলবার আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈলপ্রপাত হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের সার্ভেয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল নুর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ারের সভাপতিত্বে সেমিনারে প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) বাংলাদেশে চিফ রিপ্রেজেন্টেটিভ প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সেমিনারে বক্তারা বলেন, জিও-স্পেশাল প্রযুক্তি এখন বৈশ্বিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। বক্তারা জাতীয় মানদণ্ড অনুযায়ী সিওআরএস স্থাপন, তথ্য আদান-প্রদান ও সমন্বিত ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। জিএনএসএস (সিওআরএস) প্রযুক্তির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা, কৃষি, পরিবহণ, শহর পরিকল্পনা, এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে অভাবনীয় পরিবর্তন সাধন সম্ভব।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন ভূঁইয়া ।
প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন বাংলাদেশ জরিপ অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. আবদুর রউফ হাওলাদার। ‘সাসটেইনেবল ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট থ্রো জিএনএসএস সিওআরএস’ শীর্ষক উপস্থাপনা তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক সাইদুজ জামান।
বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং জিএনএনএসএস প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞগণ সেমিনারে অংশগ্রহণ করেন।
বক্তারা জিএনএসএস সিওআরএস এর ভবিষ্যৎ ব্যবহার, রক্ষণাবেক্ষণ এবং টেকসই কার্যকারিতা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, জিও-স্পেশাল ডাটার সমন্বিত ব্যবহার ডিজিটাল বাংলাদেশ গঠনে কার্যকর অবদান রাখতে পারে।
সভাপতি সেমিনারে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং জিএনএসএস সিওআরএস প্রকল্পের সফল বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।