বাসস
  ০৮ মে ২০২৫, ২১:৪৭

তারুণ্যের ভাবনা ও অধিকার নিয়ে বিএনপি’র মাসব্যাপী কর্মসূচি শুরু শুক্রবার 

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের অংশ হিসেবে তরুণ সমাজের ভাবনা ও অধিকার নিয়ে মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। 

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে দেশের চারটি বিভাগীয় কেন্দ্রে ধারাবাহিকভাবে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামীকাল চট্টগ্রাম থেকে দুই দিনব্যাপী বিশেষ এই কর্মসূচি শুরু হচ্ছে। চট্টগ্রামের পর ১৬ মে খুলনায়, ২৩ মে বগুড়ায় এবং ২৭ মে ঢাকার মাধ্যমে কর্মসূচির শেষ হবে। 

আজ বৃহস্পতিবার দুপুরে নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলো ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণসমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে শুরু হচ্ছে মাসব্যাপী কর্মসূচি। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দেশের ১০টি সাংগঠনিক বিভাগকে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে অংশগ্রহণ করবে এ কর্মসূচিতে।

এই কর্মসূচির ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা ’ শীর্ষক প্রথম সেমিনারটি আগামীকাল বেলা তিনটায় অনুষ্ঠিত হবে নগরের চটেশ্বরী সড়কে একটি কমিউনিটি সেন্টারে। 

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত থাকবেন।

পরদিন শনিবার নগরের পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই ধারাবাহিক কর্মসূচির দ্বিতীয় পর্বে ১৬ মে খুলনায় হবে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার। ১৭ মে হবে সমাবেশ। তৃতীয় পর্বে রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিনিধিদের অংশগ্রহণে ২৩ ও ২৪ মে বগুড়ায় আয়োজিত হবে আলোচনা ও সমাবেশ।

চূড়ান্ত পর্ব হবে রাজধানী ঢাকায় ২৭ ও ২৮ মে। এখানে অংশ নেবেন ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি তরুণরা।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, সেমিনারগুলোতে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, গবেষক, চিন্তাবিদ, উদ্যোক্তা ও অ্যাক্টিভিস্টরা অংশ নেবেন। আলোচনা থেকে উঠে আসা ভাবনা ও প্রস্তাবনা সংকলিত হয়ে ভবিষ্যতের নীতিগত রূপরেখায় প্রতিফলিত হবে।

এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে তরুণ প্রজন্মের ভাবনা, প্রত্যাশা ও অভিজ্ঞতার আলোকে একটি আধুনিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য জাতীয়তাবাদী রূপরেখাকে আরও প্রাসঙ্গিক ও কার্যকর করে তোলা। কর্মসূচির প্রতিটি আয়োজনে গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি এবং রাজনৈতিক অধিকারসহ নানা বিষয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, জ্যেষ্ঠ সহ-সভাপতি ইয়াছিন আলী, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম প্রমুখ।