বাসস
  ০৮ মে ২০২৫, ২০:২০

বিআইপির নগর ও অঞ্চল পরিকল্পনাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু শনিবার

ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : আগামী শনিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) তিন দিনব্যাপী নগর ও অঞ্চল পরিকল্পনাবিষয়ক ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন। 

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘নগর, অঞ্চল এবং গ্রামীণ এলাকার বৈষম্যহীন উন্নয়নে স্থানিক পরিকল্পনা।’

এবারের সম্মেলনে সবমিলিয়ে অন্তত ৬০ টি প্রবন্ধ উপস্থাপন করবেন দেশি-বিদেশি পরিকল্পনাবিদ এবং পেশাজীবীরা। আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানি, ইরান, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেনসহ অন্তত ১৫ টি দেশের ৩৫ জন বিদেশি ডেলিগেট সম্মেলনে অংশগ্রহণ করবেন।

এবারের ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে, বিশ্বজুড়ে নগর, অঞ্চল এবং গ্রামীণ পরিকল্পনার বিভিন্ন ক্ষেত্রের সাথে সম্পর্কিত পরিকল্পনাবিদ, পেশাজীবী, শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষক, রাজনীতিবিদ এবং নীতিনির্ধারকদের একত্রিত করা। এর মাধ্যমে পরিকল্পনা সংশ্লিষ্ট জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে গবেষণালব্ধ অভিজ্ঞতা ও জ্ঞানের বিনিময়, সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে অবহিত করা এবং পরিবর্তিত বাস্তবতায় আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে একটি সুষম টেকসই দেশ হিসেবে গড়ে তুলতে পরিকল্পনাগত দিক থেকে প্রয়োজনীয় সুপারিশমালা নির্ধারণ। 

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্র্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, জাতিসংঘ মানববসতি কর্মসূচির (ইউএন-হ্যাবিট্যাট) নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রসবাখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

সম্মেলনের ২য় দিনে ‘বৈষম্যহীন উন্নয়নে সংস্কার’ শীর্ষক সেশনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক।

বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আয়োজিত ‘রাজনীতি এবং নগর পরিকল্পনা’ শীর্ষক সেশনে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ।

১২ মে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন থিজ উডস্ট্রা, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

সম্মেলন বিষয়ে বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান বলেন, ‘বিআইপির উদ্যোগে চতুর্থ এই আন্তর্জাতিক সম্মেলনে কারিগরি প্রবন্ধের বাইরেও সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রধান, বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে হাই লেভেল গোলটেবিল বৈঠকের বিশেষ পর্ব রাখা হয়েছে। ফলে বর্তমানে চলমান রাষ্ট্র বিনির্মাণের উদ্যোগে নগর, অঞ্চল এবং গ্রামীণ পরিকল্পনার গুরুত্ব তুলে ধরা এবং সকল ধরনের স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে সম্মেলনের মাধ্যমে লিখিত প্রস্তাবনা সরকারসহ সকল মহলের নিকট জমা দিয়ে দেশ গঠনে বিআইপির অংশীদারিত্ব নিশ্চিত করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।’

বিআইপির সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘বৈষম্যহীন ও টেকসই বাংলাদেশ গড়তে সারা বাংলাদেশের নগর, গ্রাম এবং হাওর-বাওড়-চর এলাকার মত বিশেষায়িত এলাকাসমূহের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। এ জন্য সারা বাংলাদেশের জন্য স্থানিক পরিকল্পনা প্রণয়ন করে সেটা বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট নীতি ও কর্মকৌশল ঠিক করা দরকার। মহাপরিকল্পনাসহ বিভিন্ন পরিকল্পনাকে শুধু নগর এলাকার মধ্যে গুরুত্ব দেবার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।’