বাসস
  ০৭ মে ২০২৫, ১৫:৫৪
আপডেট : ০৭ মে ২০২৫, ১৭:০৪

বাংলা একাডেমিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বকবির ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন কাল

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর । ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : আগামীকাল ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে একক বক্তৃতা, রবীন্দ্র পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমি। 

বৃহস্পতিবার বিকেল ৪টায় একাডেমির মহা-পরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহে অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন। 

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে  অনুষ্ঠানে একক বক্তৃতা প্রদান করবেন গবেষক ও সাহিত্য সমালোচক অধ্যাপক সৈয়দ আজিজুল হক।