শিরোনাম
ঢাকা, ৭ মে, ২০২৫ (বাসস) : ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালালদের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে সারাদেশে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র ৩৫টি কার্যালয়ে ব্যাপক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
আজ বুধবার একযোগে সারাদেশে এ অভিযান চালানো হয়েছে। অভিযানের বাসস-কে তথ্য নিশ্চিত করেছেন দুদক-এর জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
দুদক জানায়, ঘুষ, জালিয়াতি ও দালালচক্রের সক্রিয়তাসহ কয়েকটি অভিযোগে এসব অভিযান চালানো হয়। দুদক-এর বিভিন্ন টিমের সদস্যরা ছদ্মবেশে সে সব এলাকায় পর্যবেক্ষণ ও অনুসন্ধান করেছেন।
ঢাকার রামপুরা, উত্তরা, কেরানিগঞ্জ, নারায়ণগঞ্জ, কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী, টাঙ্গাইল ও ময়মনসিংহসহ ৩৭টি কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদক।