বাসস
  ০৬ মে ২০২৫, ১৮:৩৫

নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত

ঢাকা, ৬  মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ জেলার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নোয়াখালী জেলা বিএনপি’র কমিটিতে মাহবুব আলমগীর আলোকে আহ্বায়ক ও মো. হারুনুর রশিদ আজাদকে সদস্য সচিব  এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র কমিটিতে আলহাজ্ব মো. ইদ্রিস মিয়াকে আহ্বায়ক, লায়ন হেলাল উদ্দীনকে সদস্য সচিব ও আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

নোয়াখালীর  ৩৭ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র ৫৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করা হয়। 
বিএনপি’র  সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

নোয়াখালী জেলা বিএনপি’র কমিটিতে মাহবুব আলমগীর আলো আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে এ বি এম জাকারিয়া যুগ্ম আহ্বায়ক  ও  মো. হারুনুর রশিদ আজাদ সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। 

এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন-  গোলাম হায়দার, আবদুর রহমান, সালাউদ্দিন কামরান, গিয়াস উদ্দিন সেলিম, এনায়েত উল্যাহ বাবুল, ফিরোজ আলম মতিন, কাজী কবির আহমদ, আবদুল হক, কামাক্ষ্যা চন্দ্র দাস, সহিদুল ইসলাম কিরন, আবদুল মোতালেব আপেল, আমিনুল ইসলাম শাহীন, কামরুজ্জামান হাফিজ, রবিউল হাসান পলাশ, ওবায়েদুল হক চেয়ারম্যান, আবদুল্লাহ আল মামুন, সলিম উল্যাহ বাহার হিরন, ফজলুল হক খোকন, আবু নাসের, আবদুল মান্নান, গোলাম মোস্তফা সেলিম, আবু হানিফ, আনোয়ারুল হক কামাল, হেলাল উদ্দিন টুটুল, জহির উদ্দিন হারুন, মো. আলাউদ্দিন, কামরুল হুদা চৌধুরী লিটন, নুরুল আলম সিকদার, মোস্তাফিজুর রহমান মঞ্জু, আবদুল মতিন লিটন, তানভীর উদ্দিন রাজিব, ওমর ফারুক ট্রফি, বেলায়েত হোসেন স্বপন ও জামাল উদ্দিন বাবলু।

অন্যদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিতে আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া আহ্বায়ক ও  লায়ন হেলাল উদ্দীন সদস্য সচিব  হিসেবে দায়িত্ব পালন করবেন। 

এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস এবং যুগ্ম আহ্বায়ক  হিসেবে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আজিজুল হক চৌধুরী, আসহাব উদ্দিন চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, জামাল হোসেন, মুজিবুর রহমান, রেজাউল করিম চৌধুরী নেছার ও  সাঈফুদ্দিন সালাম মিঠু দায়িত্ব পালন করবেন। 

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- শেখ মোহাম্মদ মহি উদ্দিন, ইফতেখার মহসিন চৌধুরী, মোস্তাক আহমদ খান,  এনামুল হক এনাম, বদরুল খায়ের চৌধুরী,  এস এম মামুন মিয়া, আমিনুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী,  কামরুল ইসলাম হোসাইনী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, মাস্টার মোহাম্মদ লোকমান, শওকত আলম চৌধুরী, ছলিম উদ্দিন চৌধুরী, মো. রফিকুল আলম, মাস্টার মোহাম্মদ রফিক, রাজীব জাফর চৌধুরী, সাজ্জাতুর রহমান চৌধুরী, সরওয়ার হোসেন মাসুদ, জাহাঙ্গীর কবির, হাজী মোহাম্মদ ওসমান, জাগির আহমদ, আমিনুল ইসলাম, মোজাম্মেল হক বেলাল, জসীম উদ্দিন, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল, শেফায়েত উল্লাহ চক্ষু, ফজলুল কবির ফজু, মোহাম্মদ শাহীনুর শাহীন, মোহাম্মদ ঈসমাইল, ইফতেখার হোসেন চৌধুরী, হেলাল উদ্দিন, জাবেদ মেহেদী হাসান সুজন, মোহাম্মদ ইব্রাহীম, দিল মোহাম্মদ মঞ্জু, এম মনছুর উদ্দিন, মোহাম্মদ ফারুক হোসেন, সালেহ জহুর, দেলোয়ার আজীম, শাহাদাত হোসেন সুমন, মোস্তাফিজুর রহমান  ও  দেলোয়ার হোসেন।