বাসস
  ০৬ মে ২০২৫, ১৬:৩১

আগামীকাল শুরু হচ্ছে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ, ২০২৫’

ঢাকা, ৬ মে, ২০২৫ (বাসস) : ‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ, ২০২৫’ শুরু হচ্ছে আগামীকাল বুধবার। 

দেশব্যাপী সকল বিভাগীয়, জেলা শহর ও গুরুত্বপূর্ণ নদী বন্দরসমূহে নৌ নিরাপত্তা সপ্তাহ চলবে ১৩ মে পর্যন্ত। দুর্ঘটনামুক্ত নৌ চলাচল ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে প্রতি বছরের মত এ বছরও ‘নৌ নিরাপত্তা সপ্তাহ, ২০২৫’’ পালন করা হবে।

নৌ নিরাপত্তা সপ্তাহ, ২০২৫ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা বাণী দিয়েছেন। আগামীকাল ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর মিলনায়তনে নৌ নিরাপত্তা সপ্তাহ, ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন। 

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।  

নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন- বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. সলিম উল্লাহ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাপ) সংস্থা’র ভারপ্রাপ্ত সভাপতি মো. বদিউজ্জামান বাদল, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন-এর সভাপতি সাঈদ আহমেদ, বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স এসোসিয়েশন-এর সভাপিত খন্দকার মশিউজ্জামান (রোমেল), বাংলাদেশ কোস্টাল শিপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. মেহবুব কবির ও বাংলাদেশ ওয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবুল বাশার আবু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন নৌপরিবহন অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মো. মনজুরুল কবীর।