শিরোনাম
ঢাকা, ৫ মে, ২০২৫ (বাসস) : বিজ্ঞানীদের বেতন-ভাতা প্রদানে অনিয়ম ও হয়রানি করার অভিযোগে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত আজ এই অভিযানকালে প্রাথমিক পর্যালোচনায় ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার পরও জিও (গভর্নমেন্ট অর্ডার) নামঞ্জুর করার বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। নিয়ম অনুযায়ী বিজ্ঞানীদের বৈদেশিক প্রশিক্ষণে না পাঠিয়ে ভিন্ন কর্মকর্তাদের প্রশিক্ষণে পাঠানো হচ্ছে কি না তা যাচাইয়ের লক্ষ্যে রেকর্ডপত্র অভিযানকালে সংগ্রহ করা হয়েছে। এছাড়াও বেতন-ভাতা প্রদানে অনিয়মের বিষয়টি পর্যালোচনার লক্ষ্যে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে।
এছাড়া, কক্সবাজার জেলার সদর উপজেলার সুগন্ধা বিচ এলাকায় জাল দলিল তৈরি করে সরকারি জমি অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
এনফোর্সমেন্ট টিম স্থাপনা নির্মাণ বিষয়ে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার বক্তব্য গ্রহণ করে। পরবর্তীতে এনফোর্সমেন্ট টিম সরেজমিনে উপস্থিত হয়ে ৬৪টি পাকা দোকান নির্মাণাধীন- দেখতে পায়। সার্বিকভাবে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে বলে টিমের কাছে প্রতীয়মান হয়।
এদিকে, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তরণ ডিগ্রি কলেজে এমপিওভুক্তি, উপবৃত্তির অর্থ প্রদান ও মাতৃত্বকালীন ছুটি প্রদানে ঘুষ দাবিসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম কলেজে সংরক্ষিত বিভিন্ন ভাউচার, ক্যাশ বই সংগ্রহ করে এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে। এছাড়া, উল্লিখিত অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
এদিকে, বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের বগুড়া জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট পরিচালনা করা হয়। টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বহির্বিভাগ, ইমার্জেন্সি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড এবং অপারেশন থিয়েটারে আসা রোগী ও রোগীদের সাথে আগত আত্মীয়-স্বজনের সাথে কথা বলে। হাসপাতালের সেবা প্রদান সংক্রান্ত বিষয়ে কিছু অনিয়ম অভিযানকালে পরিলক্ষিত হয়, যা হাসপাতালের পরিচালককে অবহিত করা হয়। তিনি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে টিমকে আশ্বস্ত করেন। এছাড়াও অভিযানকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহ করে।