শিরোনাম
ঢাকা, ৫ মে ২০২৫ (বাসস) : পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অবসরপ্রাপ্ত গভ. রিপোর্টার মো. শামসুল হক রাজু ওরফে রাজু আহমেদের একটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
গাড়ির বাজার মূল্য ২৪ লাখ টাকা বলে আবেদনে উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, রাজু আহমেদ দুই কোটি তিন লাখ ৫০ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনপূর্বক কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেন। তিনি জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ নিজ নামে, স্ত্রী ও তার উপর নির্ভরশীল সন্তানদের নামে তিন কোটি ৪২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক তা দখলে রাখেন। এ ঘটনায় মামলা করা হয়েছে। তদন্তকালে আসামি রাজু আহমেদ কর্তৃক অপরাধলব্ধ অর্থ দিয়ে তার নিজ ও স্ত্রী-সন্তানদের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদসমূহ বিক্রয়/হস্তান্তর বা বেহাত করার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের