বাসস
  ০৫ মে ২০২৫, ১৭:৫০

চট্টগ্রামের হত্যা মামলার দুই আসামি গাজীপুর ও ময়মনসিংহ থেকে গ্রেফতার

চট্টগ্রাম, ৫ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনায় চাঞ্চল্যকর শিউলি হত্যা মামলায় পলাতক ২ আসামিকে গাজীপুর ও ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।
সোমবার (৫ এপ্রিল) র‌্যাব ৭ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ওবায়দুল হক প্রকাশ বাচা মিয়ার পুত্র মো. আলভী (২১) ও তার মা মনোয়ারা বেগম (৩৮)।

র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৭টায় র‌্যাব-৭ ও র‌্যাব-১ ঢাকার যৌথ দল অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. আলভীকে গ্রেফতার করে পরে তার দেওয়া তথ্য অনুযায়ী অপর একটি অভিযানিক দল ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন আইডিয়াল মোড় এলাকায় অভিযান চালিয়ে তার মা মনোয়ারা বেগমকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত বছরের ১৫ ডিসেম্বর ভিকটিম শিউলির সন্তানদের সঙ্গে ব্যাডমিন্টন খেলার ব্যাট নিয়ে সৃষ্ট ঘটনার জেরে মনোয়ারা বেগম ও তার ছেলেরা দেশীয় অস্ত্র দিয়ে শিউলিকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে পটিয়া থানায় ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিল। গ্রেফতারকৃতদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।