শিরোনাম
ঢাকা, ৪ মে ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
আজ রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, তার দেশে ফেরা, বাণিজ্য, বিনিয়োগ এবং নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, জাপান সবসময়ই বাংলাদেশের উন্নয়ন অংশীদার। তারা (জাপান) স্বাভাবিকভাবেই চায় ভবিষ্যতে নতুন সরকারের সাথেও কর্মপরিবেশ বজায় থাকুক।
খসরু বলেন, বাংলাদেশে জাপানের বড় বিনিয়োগ রয়েছে এবং ভবিষ্যতে তাদের বাংলাদেশে বিনিয়োগের অনেক পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ‘আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং আমরা সবসময় জাপানি বিনিয়োগ প্রত্যাশা করি।’
খসরু বলেন,‘সবাই নির্বাচনের ব্যাপারে আগ্রহী। জাপানও নির্বাচনের সময় জানতে চায়। তারা চায় বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক, এটাই প্রত্যাশা করছে।'