শিরোনাম
ঢাকা, ৪ মে, ২০২৫ (বাসস) : ঢাকার কেরানীগঞ্জের খোলামুড়ায় অবৈধ তারের একটি কারখানায় অভিযান চালিয়ে দুইটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আজ এই অভিযান পরিচালিত হয়।
এ সময় কারখানাটির দুইটি সংযোগ উৎস থেকে বিচ্ছিন্ন করা হয়। ফলে মাসিক গ্যাস সাশ্রয় হবে প্রায় ১২০১৫.৩৯ ঘনমিটার এবং মাসিক সাশ্রয়কৃত অর্থের পরিমাণ প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা।
অভিযান পরিচালনাকালে অভিযুক্ত কাউকে না পাওয়ায় কোনো ধরনের দণ্ড আরোপ করা হয়নি।
অভিযানের নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।