ঢাকা, ২ জুলাই, ২০২৩ (বাসস) : দেশে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। ঈদের ছুটির পরে আজ রোববার বিকাল ৫টা পর্যন্ত ৫৫ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে এসে পৌঁছেছে। আজ রাতে আরও মরিচ এসে পৌঁছাবে।
কৃষি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকার এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। ইতোমধ্যে মোট ৯৩ মেট্রিক টন আমদানি হয়েছে।
অন্যদিকে, ৯ লাখ ১৮ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানির বিপরীতে দেশে এসেছে এক লাখ ৩৮ হাজার ৫০০ টন।