বাসস
  ২৮ মার্চ ২০২৩, ২০:০২

এফসিসি সাউথ এশিয়া গভর্নিং বডির সদস্য নির্বাচিত হলেন বাসস নয়াদিল্লি প্রতিনিধি

নয়াদিল্লি, ২৮ মার্চ, ২০২৩ (বাসস): ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) বাংলাদেশের জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বিএসএস) নয়াদিল্লি প্রতিনিধি আমিনুল ইসলাম মির্জাকে পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত করেছে।
মির্জা দিল্লিতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন, তিনি এ বছর টানা তৃতীয় মেয়াদে এই পদে নির্বাচিত হয়েছেন। 
এফসিসি সাউথ এশিয়া  সূত্র অনুসারে, এর ১১-সদস্যের পরিচালনা কমিটির নির্বাচন- ২০২৩ ভারতের রাজধানীর মথুরা রোড অফিসে ২৭ মার্চ  বার্ষিক সাধারণ সভার পর অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিতে শ্রীলঙ্কার দৈনিক ‘দ্য আইল্যান্ড’-এর প্রতিনিধি এস ভেঙ্কট নারায়ণ সভাপতি, ইতালীয় পত্রিকা লিন্দ্রোর প্রকাশ নন্দা সম্পাদক এবং এআরডি-ফার্স্ট জার্মান টিভি নেটওয়ার্কের পিএম নারায়ণন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
কমিটিতে আরও নির্বাচিত হয়েছেন - মুনীশ গুপ্ত (পিআইও টিভি), সিমরান সোধি (খালিজ টাইমস, ইউএই), অ্যান্টজে স্টিবিটজ (ডয়েচল্যান্ডফাঙ্ক, জার্মানি), শোইচিরো টাকাজি (কিয়াডো নিউজ, জাপান), দেবজিৎ চক্রবর্তী (ব্লুমবার্গ, ইউএসএ), মায়াঙ্ক ভরদ্বাজ (রয়টার্স) এবং অয়নজিৎ সেন (শ্রীলঙ্কা, গার্ডিয়ান) এর পরিচালনা কমিটির সদস্য হিসেবে।
১৯৫৮ সালে প্রতিষ্ঠিত এফসিসি দক্ষিণ এশিয়া হলো ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাব (আইএপিসি)-এর সদস্য এবং ৩০টি দেশের ৪০ টি ক্লাবের সাথে অধিভূক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়