বাসস
  ২৮ জানুয়ারি ২০২৩, ২২:১১

কোপেনহেগেনে পবিত্র কোরআন পোড়ানোর তীব্র নিন্দা বাংলাদেশের

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৩ (বাসস) : ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে শুক্রবার এক উগ্র ডানপন্থী কর্মী কর্তৃক পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এ ধরনের জঘন্য কর্মকান্ডের জন্য বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করছে।
সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে ঢাকা সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অনাকাক্সিক্ষত উস্কানি ও ইসলামভীতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়