বাসস
  ২৭ জানুয়ারি ২০২৩, ১৮:৩৪

আলজেরিয়ায় অনুষ্ঠিত পিইউআইসি’র সভায় বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের অংশগ্রহণ

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৩ (বাসস) : আলজেরিয়ায় অনুষ্ঠিত ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সংসদীয় ইউনিয়নের (পিইউআইসি) ৪৮তম নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদল অংশ নিয়েছেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান মো. শহীদুজ্জামান সরকার এমপি’র নেতৃত্বে প্রতিনিধিদল সভায় অংশ নেন। 
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় শহীদুজ্জামান সরকার বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে শান্তিপূর্ণ প্রত্যাবাসনে ওআইসি’কে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা প্রদানের অনুরোধ করেন। এছাড়াও তিনি রোহিঙ্গা ইস্যুতে পৃথকভাবে পিইউআইসি’র সেক্রেটারি জেনারেলের সাথেও কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের  সদস্য হিসেবে আবু রেজা মুহাম্মদ নিজামউদ্দিন এমপি এবং এস এম শাহজাদা এমপি উপস্থিত ছিলেন। এর আগে মো. শহীদুজ্জামান সরকার এমপির নেতৃত্বে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা আলজেরিয়ায় অনুষ্ঠিত পিইউআইসি’র সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে ২৪ জানুয়ারি ঢাকা ত্যাগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়