বাসস
  ১১ জানুয়ারি ২০২৩, ২২:০৭

সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর পররাষ্ট্রমন্ত্রীর  

ঢাকা, ১১ জানুয়ারি, ২০২৩ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আজ ঢাকায় ভ্যাটিকান দূতাবাস পরিদর্শন এবং গত ৩১ ডিসেম্বর সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন।
দূতাবাসের শোক বইতে তিনি লিখেছেন, ‘আমরা পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পোপ ইমেরিটাসের মৃত্যু নিশ্চিতভাবে সমগ্র মানবতার জন্য এক অপূরণীয় ক্ষতি।’
পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্ট সারা বিশ্বে শান্তি, উন্নয়ন এবং মানবাধিকারের লক্ষ্যে তাঁর অক্লান্ত প্রয়াসের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
তার দিকনির্দেশনায় বাংলাদেশের ক্যাথলিক সম্প্রদায় শিক্ষা ও সামাজিক সেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।
মোমেন লিখেছেন “আমি আত্মবিশ্বাসী যে, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং মানবাধিকার রক্ষায় পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের শিক্ষাকে সমুন্নত রাখবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায় এবং পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের আধ্যাত্মিক শিক্ষার দ্বারা আশীর্বাদপ্রাপ্ত সকলের প্রতি তার আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়