বাসস
  ১১ জানুয়ারি ২০২৩, ১৪:১৯

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত 

টাঙ্গাইল, ১১ জানুয়ারি, ২০২৩ (বাসস): জেলার ভূঞাপুর উপজেলার ঢেঁপাকান্দী রেলক্রসিংয়ে আজ দুপুরে ট্রেনের ধাক্কায় শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আনা হচ্ছে। আজ দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেলপথে ভূঞাপুরে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- উপজেলার ফলদা গ্রামের আগতেরিল্লা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী লাবনী আক্তার (২৫), সংগ্রাম আলীর শিশু মেয়ে জান্নাতি (১)। বাকি নিহত এক নারীর পরিচয় পাওয়া যায়নি।
ভূঞাপুর থানার (ওসি) ফরিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, জামালপুরের সরিষাবাড়ী থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল ষ্টেশনগামী একটি ট্রেন ভুঞাপুর উপজেলার ঢেঁপাকান্দী রেলক্রসিং পার হবার সময় একটি অটোরিকশাটিকে  ধাক্কা দেয়। এতে অটোরিকশায়  থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এতে আহত হয়েছেন আরো ৫ জন। অটোরিকশাটি ভুঞাপুর থেকে যাত্রী নিয়ে ফলদা বাজারে যাচ্ছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়