ঢাকা, ২৫ নভেম্বর, ২০২২ (বাসস): চট্টগ্রাম ক্লাব লিমিটেড আয়োজিত বার্ষিক স্নুকার চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করেছেন শোভন মাহবুব শাহাবউদ্দিন (রাজ)।
তিনি ফাইনালে নূর উদ্দিন জাভেদের বিপক্ষে ৬-৩ স্কোরে জয়লাভ করেন। এই নিয়ে ১২ বার এই শিরোপা জয়ের গৌরব অর্জন করেছেন শোভন মাহবুব শাহাবউদ্দিন (রাজ)।
তিনি চট্টগ্রাম ক্লাব লিমিটেড বার্ষিক স্নুকার চ্যাম্পিয়নশিপে পঞ্চদশবারের মতো অংশগ্রহণ করেন। শোভন প্রথমবার এই শিরোপা জিতেছিলেন ১৯৯৮ সালে। ১২১ বছরের বার্ষিক টুর্নামেন্টের ইতিহাসে ১৯৪০ এর দশকে একজন ব্রিটিশ সদস্য আটবার শিরোপা জিতেছিলেন। শোভন মাহবুব শাহাবউদ্দিন (রাজ) শিরোপাটি বারোবার জয় করলেন, যা একটি উল্লেখযোগ্য রেকর্ড।