ঢাকা, ৩১ অক্টোবর, ২০২২ (বাসস) : মন্ত্রিসভায় আজ ২০২৩ সালের জন্য প্রস্তাবিত ২২ দিনের ছুটির তালিকা মঞ্জুর করা হয়েছে।
আগামী বছরের এই ছুটির দিনগুলোতে ৮ দিন পড়বে সাপ্তাহিক বন্ধের দিনে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের কাছে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২০২৩ সালে ১৪ দিন সাধারণ ছুটি রয়েছে। বাকি আট দিনের ছুটি সরকারের নির্বাহী আদেশে কার্যকর হবে।