BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ০৬ অক্টোবর ২০২২, ১৫:২৭

থাইল্যান্ডে এক নার্সারিতে বন্দুক হামলায় শিশুসহ ৩০ জন নিহত

ব্যংকক, ৬ অক্টোবর, ২০২২ (বাসস ডেস্ক) : থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার বন্দুক ও ছুরি নিয়ে এক অস্ত্রধারী একটি নার্সারিতে ঢুকে হামলা চালালে ২৩ শিশুসহ অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে। 
জাতীয় পুলিশের মুখপাত্র আচায়ন ক্রাইথং এএফপিকে জানান, নঙ বুয়া লাম ফু- প্রদেশে এই হামলার ঘটনা ঘটেছে এবং হামলাকারী সাবেক এক পুলিশ সদস্য এখনও পলাতক রয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়