বাসস
  ২৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৪
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২১:০৫

রাষ্ট্রপতির সাথে বিদায়ী পুলিশ মহাপরিদর্শকের সাক্ষাৎ

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২২ (বাসস) : রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।
সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে পুলিশের বিদায়ী মহাপরিদর্শক দায়িত্ব পালনে দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, সফলভাবে দায়িত্ব পালনের জন্য বিদায়ী পুলিশ প্রধানকে ধন্যবাদ জানান রাষ্ট্রপ্রধান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যাললের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।