বাসস
  ১৬ আগস্ট ২০২২, ১৫:৪১

জাপোরিজঝিয়ার ‘বিপর্যয়’ পুরো ইউরোপকে হুমকির মুখে ফেলে দেবে : জেলেনস্কি

কিয়েভ (ইউক্রেন), ১৬ আগস্ট, ২০২২ (বাসস ডেস্ক) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত রাশিয়া নিয়ন্ত্রিত জাপোরিজঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কোন ধরনের ‘বিপর্যয়’ পুরো ইউরোপকে হুমকির মুখে ফেলে দেবে। খবর এএফপি’র।
সান্ধ্যকালীন ভাষণে জেলেনস্কি বলেন, এ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে দখলদাররা পার্শ্ববর্তী বিভিন্ন নগরী ও এলাকায় গোলাবর্ষণ করছে।’
তিনি বলেন, ‘জাপোরিজঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে তেজস্ক্রিয় সংক্রান্ত যে কোন ঘটনা ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশের, তুরস্ক, জর্জিয়া এবং দূরবর্তী আরও অঞ্চলের ওপর প্রভাব ফেলতে পারে। এ ক্ষেত্রে সবকিছু নির্ভর করছে কেবলমাত্র বাতাসের দিক ও গতির ওপর।’
তিনি আরও বলেন, ‘রাশিয়ার হামলার কারণে বিপর্যয় ঘটলে যে সব দেশ এখনো নীরব রয়েছে তারাও এর পরিণতির শিকার হতে পারে।’
এ ব্যাপারে জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে নতুন করে কঠোর পদক্ষেপ গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘বিনা শর্তে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ও পার্শ¦বর্তী বিভিন্ন এলাকা থেকে দ্রুত রাশিয়ার সকল সৈন্য অবশ্যই প্রত্যাহার করে নিতে হবে।’
ইউরোপের বৃহত্তম এ বিদ্যুৎ কেন্দ্র মার্চের শুরুর দিকে রাশিয়ার সৈন্যরা দখল করে নেয়। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পরপরই তারা এটি দখল করে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়