বাসস
  ২০ জুলাই ২০২২, ১০:৩০
আপডেট : ২০ জুলাই ২০২২, ১১:৩৬

ইউক্রেনের খাদ্য শস্য রপ্তানি আলোচনার অগ্রগতিতে এরদোগানকে পুতিনের ধন্যবাদ

তেহরান, ২০ জুলাই, ২০২২ (বাসস ডেস্ক) : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেন থেকে খাদ্য শস্য রপ্তানির বিষয়ে আলোচনায় মধ্যস্থতার জন্য মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এক্ষেত্রে কিছুটা অগ্রগতি হয়েছে। খবর এএফপি’র।
ক্রেমলিনের পক্ষ থেকে করা মন্তব্যে তেহরানে বৈঠক চলাকালে পুতিন এরদোগানকে বলেন, এ ব্যাপারে ‘আপনার মধ্যস্থতার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই।’
পুতিন বলেন, ‘আপনার মধ্যস্থতায় আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি। এ ব্যাপারে এখনো সকল বিষয়ের সমাধান না হলেও বাস্তবতা হলো এই উদ্যোগের ক্ষেত্রে ভালো অগ্রগতি হয়েছে।’