বাসস
  ২৭ জানুয়ারি ২০২২, ১৫:৪৯

আলোচনার জন্য পুতিনকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানালেন এরদোগান

আঙ্কারা, ২৭ জানুয়ারি, ২০২২(বাসস ডেস্ক) : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান  বুধবার বলেছেন, তিনি রুশ নেতা ভ্লাদিমির পুতিনকে আলোচনার জন্য দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
এনটিভি টেলিভিশনকে তিনি বলেন, “আমরা পুতিনকে আমাদের দেশে আমন্ত্রণ জানিয়েছি।” “আমরা আমাদের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের জন্য কিছু পদক্ষেপ নিতে চাই।”
এরদোগান বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার পরিকল্পনা করছেন।