শিরোনাম

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গ্রিনল্যান্ড ইস্যুতে গঠনমূলক আলোচনার আহ্বান জানিয়েছে ডেনমার্ক। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত দেশ হিসেবে ডেনমার্কের আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার ওপর জোর দিয়েছে দেশটি।
কোপেনহেগেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, ‘আমরা নিরাপত্তা, বিনিয়োগ এবং অর্থনীতিসহ সব রাজনৈতিক বিষয়ে আলোচনা করতে পারি। কিন্তু সার্বভৌমত্ব নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। আমাকে জানানো হয়েছে যে, আলোচনার ক্ষেত্রে এখন পর্যন্ত এই বিষয়টি গুরুত্ব পায়নি।’
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ঘোষণা দেন, ইউরোপের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করা হবে। একইসঙ্গে গ্রিনল্যান্ড দখলে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও তিনি নাকচ করে দেন।