শিরোনাম

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক বলেছেন, গণভোটের ইতিবাচক ফলাফলের ভিত্তিতেই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তিনি বলেন, দেশের পরিবর্তন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে, এবং ’হ্যাঁ’ ভোটের পক্ষে সবাই প্রচার করতে হবে।
আজ সোমবার জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জয়পুরহাট জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, জবাবদিহিমূলক প্রশাসন ও নেতৃত্ব নিশ্চিত করতে এবং স্বাধীন বিচার ও নির্বাচনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংস্কার অপরিহার্য। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে আসন্ন সংসদীয় নির্বাচন ও গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপদেষ্টা ফারুক-ই-আজম আরও বলেন, ‘যারা দল করেন তাদের ভিন্নমত আছে, তারা তাদের পছন্দমতো ভোট দেবেন— এ ব্যাপারে আমাদের অন্তর্বর্তী সরকারের কোনো বক্তব্য নেই। তবে রাষ্ট্র পরিবর্তনের জন্য প্রার্থীদের দায়বদ্ধ করতে যে জুলাই সনদ তৈরি হয়েছে, সেই জুলাই সনদ বাস্তবায়নে আপনারা ‘হ্যাঁ’ ভোট দেবেন। তাহলে রাষ্ট্র আপনার হবে। কেউ আর বছরের পর বছর মানুষ হত্যা করে, মানুষকে দমন করে, কথা বলতে না দিয়ে বৈষম্য সৃষ্টি করে, ভোটাধিকার কেড়ে নিতে পারবে না। এটা আপনার রাষ্ট্র—ভোট দিয়ে এর চাবি নিজের হাতে নিন।’
জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুনের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী সরকার মো. রায়হান, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, স্থানীয় সরকারের উপপরিচালক উত্তম রায়সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তৃতা করেন।
পরে উপদেষ্টা জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পশ্চিম দোগাছী গ্রামে জেলা প্রসাশন ও জেলা তথ্য অফিস আয়োজিত উঠান বৈঠকেও বক্তৃতা করেন।