বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ২১:২৮

জাতীয় শিক্ষা সপ্তাহ’র জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামীকাল

ঢাকা, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস): ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামীকাল সোমবার এবং পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান ২০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে।

আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক এস. এম. সাইফুল ইসলাম বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে দেশের বিভিন্ন উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে বাছাইকৃত বিজয়ীদের নিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামীকাল শুরু হচ্ছে। ২৫টির মতো ইভেন্টে বাছাইকৃত প্রতিযোগীরা অংশ নেবেন।’

এর আগে গত ১৫ জানুয়ারি মাউশি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামী ১৯ জানুয়ারি রাজধানী ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত হবে। আর প্রতিযোগিতা শেষে আগামী ২০ জানুয়ারি সকাল ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। প্রতিযোগিতার স্বচ্ছতা নিশ্চিত করতে অভিজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের বিচারক প্যানেলও চূড়ান্ত করা হয়েছে।

বিচারক প্যানেলের প্রধান সমন্বয়কারী হিসেবে থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. মাহবুবুল হক পাটওয়ারী এবং মাউশি’র মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি এম আব্দুল হান্নান।