শিরোনাম

ঠাকুরগাঁও, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসার উদ্দেশ্য বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ, শহীদ জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত এবং আহত পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। এটাকে তার ব্যক্তিগত শুভেচ্ছা সফর বলা যেতে পারে।
আজ (শুক্রবার) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের কালিবাড়ী এলাকায় নিজ বাসভবনে মির্জা ফখরুল এ কথা বলেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, এবার একদিনেই নির্বাচন ও গণভোট হবে। যে সংস্কার বিষয়ে গণভোট হচ্ছে সেটি মূলত আমাদের আগের কার্যক্রম ছিল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সেখানে ‘না’ বলার মত কোন কারণ নেই।
সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম চালানোর সুযোগ পায়নি। তাদেরকে শিক্ষাঙ্গনে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি কোনো রাজনৈতিক বক্তব্য নিয়ে শিক্ষার্থীদের কাছে প্রচারের সুযোগ দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আগেও জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি এবং আশা করি এবারও ফেলবে না।
বিএনপি মহাসচিব বলেন, অবহেলিত অঞ্চলগুলোকে উন্নত করার জন্য বিএনপি আগেও কাজ করেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের নেতা তারেক রহমান নির্বাচিত হলে অবশ্যই উত্তরাঞ্চলসহ অবহেলিত জেলাগুলোর উন্নয়নে আমরা কাজ করব।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ও সাধারণ সম্পাদক পয়গাম আলী।