বাসস
  ০৬ জানুয়ারি ২০২৬, ১২:১৬
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১২:২৮

চুয়াডাঙ্গায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস

চুয়াডাঙ্গা আজ মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ছবি: বাসস

চুয়াডাঙ্গা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা দুই ডিগ্রি হ্রাস পেয়েছে। গতকাল মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আজ মঙ্গলবার মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা। 

তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। ঠাণ্ডা বাতাস, ঘন কুয়াশা আর মেঘাচ্ছন্ন আকাশের কারণে চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে। অসহায় ও ছিন্নমূল মানুষগুলো শীতের তীব্রতার কাছে একরকম অসহায় হয়ে পড়েছে। জেলায় তিন দিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে এসেছে। সড়কে মানুষের চলাচল তেমন একটা নেই। গতকাল সারাদিন রাস্তার ধারে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করেছে সাধারণ মানুষ। 

সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শুধু ডায়রিয়া ওয়ার্ডে ১৩০ জন শিশু ও বৃদ্ধ রোগী ভর্তি রয়েছে।  

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা। আরো দুই একদিন তাপমাত্রা একই ধরনের থাকতে পারে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে এসেছে।