শিরোনাম

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দীপু চন্দ্র দাস (২৭)কে পিটিয়ে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
র্যাবের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন—১. মো. লিমন সরকার (১৯), ২. মো. তারেক হোসেন (১৯), ৩. মো. মানিক মিয়া (২০), ৪. এরশাদ আলী (৩৯), ৫. নিজুম উদ্দিন (২০), ৬. আলমগীর হোসেন (৩৮) এবং ৭. মো. মিরাজ হোসেন আকন (৪৬)।
পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন—১. মো. আজমল হাসান সগীর (২৬), ২. মো. শাহিন মিয়া (১৯) এবং ৩. মো. নাজমুল।
র্যাব ও পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।