শিরোনাম

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতি অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় আজ এ অনুমোদন দেওয়া হয়েছে।
পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০২৫ অনুসরণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ প্রস্তাব উত্থাপন করে।
প্রস্তাব অনুযায়ী, আগামী বছরের ৯ থেকে ১০ জানুয়ারি সরবরাহের জন্য দক্ষিণ কোরিয়াভিত্তিক পোস্কো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে ৪২০ কোটি ৯ লাখ টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করা হবে। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ৯ দশমিক ৯৯ মার্কিন ডলার।
কর্মকর্তারা জানান, শীত মৌসুমে বাড়তি চাহিদার মধ্যে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এ এলএনজি আমদানি সহায়ক হবে।