শিরোনাম

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৫ ( বাসস) : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার রাত ১১টা ২০ মিনিটের দিকে হাদির সঙ্গে এ দেখা করতে যান তিনি। এর আগে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন মির্জা ফখরুল।
শুক্রবার রাতে এসব তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এরপর রাত ১১টা ২০ মিনিটে একই হাসপাতালে (এভারকেয়ার) গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চ মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে দেখতে যান বিএনপির মহাসচিব।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।