বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:২১

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আলাস্কা

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য এবং কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় শনিবার শক্তিশালী ৭ দশমিক ০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ লস অ্যাঞ্জেলেস থেকে বার্তাসংস্থা এএফপিকে এ খবর জানায়।

গ্রিনিচ মান সময় ২০৪১টায় হওয়া ওই ভূমিকম্পের পর তিন ঘণ্টার মধ্যে ৫.১ থেকে ৩.৩ মাত্রার অন্তত ৩০টিরও বেশি আফটারশক অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কানাডার ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে প্রায় ১৫৫ মাইল পশ্চিমে ও আলাস্কার রাজধানী জুনাউ থেকে ২৩০ মাইল উত্তর-পশ্চিমে।

যুক্তরাষ্ট্র সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই।