শিরোনাম

ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে হাসপাতালের প্রধান ফটকে পুলিশ ব্যারিকেড বসিয়েছে। একইসঙ্গে ভিড় নিয়ন্ত্রণ ও তার নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছুসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাসপাতালের চতুর্থ তলায় চিকিৎসাধীন বেগম জিয়ার নিরাপত্তার স্বার্থে তার ইউনিটের আশপাশের কেবিনগুলো খালি করা হয়েছে।
খালেদা জিয়া হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণ নিয়ে গত ২৩ নভেম্বর এভারকেয়ারে ভর্তি হওয়ার পর থেকে সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।
দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছেন।