বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৮:১৭

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ৩৮তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির ৩৮তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির দুই দিনব্যাপী ৩৮তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন ৩০ নভেম্বর রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের চিকিৎসাসেবার প্রত্যাশা পূরণে সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে কল্যাণমুখী করার কাজ করছে। 

তিনি জানান, বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা এখনও সবার ন্যায্য সেবা নিশ্চিত করতে পারেনি- সেই ঘাটতি পূরণে সরকার যেমন কাজ করছে, তেমনি চিকিৎসকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আইসিইউ, রেডিওথেরাপি, সঠিক চিকিৎসা ও ওষুধ পাওয়ার ক্ষেত্রে মানুষের কষ্ট দূরীকরণে নীতিনির্ধারকদের ওপর প্রভাব বিস্তার ও সমাধান নির্ধারণে তিনি চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান। 

স্বাস্থ্যসেবা যেন বাণিজ্যিকীকরণের কাছে আত্মসমর্পণ না করে সেদিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি জুলাই আন্দোলনে আহতদের সেবায় অর্থোপেডিক ও চক্ষু বিশেষজ্ঞদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সদস্য সচিব ডা. এরফানুল সিদ্দিকী জানান, এবারের সম্মেলনে ১৪ জন বিদেশি বিশেষজ্ঞসহ মোট ১ হাজার ৫৭৫ জন অংশগ্রহণ করেছেন। উপস্থাপিত হয়েছে ২০২টি বৈজ্ঞানিক পেপার এবং ৩০টি উচ্চমানের বৈজ্ঞানিক সেশন। 

তিনি বলেন, ট্রমা কেয়ার, আর্থ্রোপ্লাস্টি, স্পাইন সার্জারি, অঙ্কোলজি, স্পোর্টস মেডিসিন, পেডিয়াট্রিক অর্থোপেডিকস ও রিহ্যাবিলিটেশন প্রতিটি ক্ষেত্রেই বৈশ্বিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলার পথে এই সম্মেলন সহায়ক ভূমিকা রাখবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় অংশগ্রহণকারীদের জ্ঞান, দক্ষতা ও সার্জিক্যাল সিদ্ধান্ত গ্রহণকে আরও সমৃদ্ধ করবে-যার সুফল সরাসরি পাবে দেশের রোগীরা।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, এনডিএফ প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও ড্যাব মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল। সভাপতিত্ব করেন নিটোর পরিচালক ও সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আবুল কেনান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. ওয়াকিল আহমেদ, ডা. এরফানুল সিদ্দিকী ও ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহ; ধন্যবাদ জ্ঞাপন করেন ডা. মিজানুর রহমান। অনুষ্ঠানে বিএমইউ প্রক্টর ডা. শেখ ফরহাদসহ দেড় হাজারের বেশি অর্থোপেডিক সার্জন উপস্থিত ছিলেন।