শিরোনাম

ভোলা, ১৪ নভেম্বর, ২০২৫ (বাসস): ভোলা জেলার অর্থনৈতিক উন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভায় গ্যাসভিত্তিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সরকারের তিন উপদেষ্টা আশ্বাস দিয়েছেন।
তারা বলেছেন, গৃহস্থালীর কাজে গ্যাস সংযোগ দেয়া হবে না। ভোলা-বরিশাল সেতু নির্মাণের কাজ নতুনভাবে সম্ভাব্যতা যাচাই করে শুরু হবে।
আজ শুক্রবার ভোলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপদেষ্টাগণ এ আশ্বাস দেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফায়জুল কবির খান, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
সভায় তিন উপদেষ্টা বলেন, গ্যাস সমৃদ্ধ ভোলাকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বহুমুখী প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া এখানে শিল্প কলকারখানা স্থাপনে বিভিন্ন স্বনামধন্য কোম্পানীগুলোও আগ্রহ প্রকাশ করেছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকউর রহমান কিরন, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, ভোলা জেলার প্রবীন সাংবাদিক দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকত হোসেন, ইন্ডিডেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি এ্যাড. নজরুল হক অনু, জেলা জামিয়াতুল মোদাররেছিনের সাধারণ সম্পাদক মোবাশ্বিরুল হক নাইম, ইসলামি আন্দোলনের তরিকুল ইসলাম, তরুন উদ্যোক্তা ইঞ্জিনিয়ার হেদায়েত আলী অরুন।
এর আগে ভোলার প্রাকৃতিক গ্যাসকে কাজে লাগিয়ে দ্বীপজেলা ভোলায় ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা। তারা ভোলার ভেদুরিয়া ফেরিঘাট-সংলগ্ন তেঁতুলিয়া নদীতীর এলাকায় একটি জায়গা পরিদর্শন করেন। এরপর উপদেষ্টাগণ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আমিনাবাদ ইউনিয়নে আরেকটি জায়গা পরিদর্শন করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আমরা দুটি জায়গা দেখলাম, এরমধ্যে ফিজিবল যেটা সেটা আমরা নেবো। আমরা চেষ্টা করবো নতুন কোনো জায়গা যেন অধিগ্রহণ করতে না হয়। তিনি আরও বলেন, দেশের অনেক জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না, ভোলায় তো গ্যাস পাওয়া যাচ্ছে।
এ সময় উপদেষ্টাদের স্ব-স্ব মন্ত্রণালয়ের সচিবগণ, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে আজ শুক্রবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত শাহবাজপুর গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন উপদেষ্টাগণ।
বাংলাদেশ গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান বাপেক্সের তথ্য অনুযায়ী, ভোলা জেলার গ্যাসফিল্ডসমূহে মজুদকৃত গ্যাসের পরিমাণ ২ দশমিক ২৪ ট্রিলিয়ন কিউবিক ফিট (টিসিএফ)।