বাসস
  ১০ নভেম্বর ২০২৫, ১৭:১৩

বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় ২৫ মিলিয়ন ক্রোন সহায়তা দেবে ডেনমার্ক 

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখা এবং নির্যাতন ও সহিংসতার শিকার ব্যক্তিদের মানসিক স্বাস্থ্যসেবায় ২৫ মিলিয়ন ডেনিশ ক্রোন সহায়তার ঘোষণা দিয়েছে ডেনমার্ক।

এই সহায়তা ডেনমার্কভিত্তিক তিনটি সংস্থা— ডিগনিটি, ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস) এবং ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস-এর সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে বাস্তবায়িত হবে।

আজ ডেনিশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী তিন বছরে এই কনসোর্টিয়াম নাগরিক সমাজকে শক্তিশালী করা, নির্যাতন ও সহিংসতার শিকার ব্যক্তিদের পুনর্বাসন এবং স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশের অংশীদারদের সঙ্গে কাজ করবে।

বাংলাদেশে নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, ‘বাংলাদেশে নাগরিক সমাজকে শক্তিশালী করার এবং মানবাধিকার লঙ্ঘন ও দায়মুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় এখন একটি অনন্য সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আসন্ন এই কর্মসূচির মাধ্যমে ‘ন্যায়বিচার ও গণতান্ত্রিক সংস্কারের অভিযাত্রা পুনরুজ্জীবিত হবে’ এবং মানবাধিকার ও গণতন্ত্র উন্নয়নে এ কনসোর্টিয়াম অংশীদারদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের জনগণকে সহায়তা করবে।

ডিগনিটির প্রধান নির্বাহী রাসমুস গ্রু ক্রিস্টেনসেন বলেন, একটি শক্তিশালী নাগরিক সমাজ মানবাধিকার অগ্রগতি, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং নির্যাতন ও সহিংসতার শিকারদের পুনর্বাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিগনিটি বাংলাদেশের স্থানীয় অংশীদারদের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে সারভাইভার-কেন্দ্রিক সেবা প্রদানে সহায়তা করতে আগ্রহী।

আইএমএস-এর নির্বাহী পরিচালক জেসপার হোজবার্গ বলেন, বাংলাদেশের গণমাধ্যম খাতকে শক্তিশালী করতে স্থানীয় সংস্থা ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করা হবে।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন নির্ভরযোগ্য ও স্বাধীন তথ্যের প্রবেশাধিকার পায়।

ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস-এর আন্তর্জাতিক পরিচালক মেটে থাইগেসেন বলেন, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কারেও সহায়তা করা হবে এবং নাগরিক সমাজ ও তরুণদের সঙ্গে সেতুবন্ধন গড়ে তুলে একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রাখা হবে।

কর্মকর্তারা জানান, এই নতুন অংশীদারিত্ব দক্ষিণ এশিয়ায় মানবাধিকার, গণতান্ত্রিক সংস্কার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করতে ডেনমার্কের বিস্তৃত সম্পৃক্ততার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।